মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৫২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫২. সুরাকা ইবনে মালিক ইবনে জু'সুম (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর যন্ত্রণার সময় তার কাছে প্রবেশ করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করতে আরম্ভ করলাম, শেষ পর্যন্ত আমার মনে আসছিল না, কি প্রশ্ন করব? তিনি বললেন, স্মরণ কর। তখন আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল(ﷺ)। পথ ভুলে আসা উট, অন্য বর্ণনায়: আমি আমার উটের জন্য পানির যে চৌবাচ্ছা তৈরী করে ভর্তি করে রেখেছি, পথ ভুলে আধা উটও তার পানি পান করে, অর্থাৎ আমি সেটিকে পানি পান করতে দিলাম, তাতে কি আমার ছাওয়াব হবে? তিনি বললেন, হাঁ। প্রতিটি কলিজাধারী অর্থাৎ সকল প্রাণধারীর বেলায় আল্লাহর নিকট থেকে ছাওয়াব রয়েছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سراقة بن مالك بن جعشم أنه دخل على رسول الله صلى الله عليه وسلم في وجعه الذي توفي فيه قال فطفقت اسأل رسول الله صلى الله عليه وسلم حتى ما أذكر ما اسأله عنه فقال اذكره قال وكان مما سألته عنه أن قلت يا رسول الله الضالة (وفي رواية الضالة من الإبل) تغشى حياضى (9) وقد ملأتها ماء لإبلي فهل لي من أجر أن اسقيها؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم في سقي كل كبد حرًا أجر الله عز وجل