মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৫. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ্। যে আমার উম্মতের প্রতি কোমল ও নরম আচরণ করে, তুমিও তার প্রতি কোমল আচরণ কর। আর যে তাদের প্রতি কঠোর নীতি অবলম্বন করে, তুমিও তার প্রতি কঠোর নীতি গ্রহণ কর।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
وعنها أيضا قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم من رفق بأمتي فارفق به ومن شق عليهم فشق عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান