মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৪. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ যদি কোন পরিবারের কল্যাণ চান, তাহলে সে পরিবারে নম্রতা প্রবেশ করান।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله عز وجل بأهل بيت خيرا أدخل عليهم الرفق
tahqiqতাহকীক:তাহকীক চলমান