মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৩. মিকদাম ইবনে শুরাইহ আল-হারেছী (র) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি 'আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসুলুল্লাহ (ﷺ) কি মরুবাসী জীবন অবলম্বন করেছেন? 'আয়েশা (রা) বলেন, হ্যাঁ। তিনি মরুভূমির পাহাড়ী এলাকা অতিক্রম করেছেন। (অর্থাৎ তিনি মরুভূমির উঁচু এলাকা থেকে নীচের দিকে অতিক্রম করেছেন)। পরে একবার তিনি যাযাবর জীবন গ্রহণ করতে ইচ্ছে করেন, তখন সদকার উট থেকে কিছু উট তাঁর নিকট পাঠানো হলো। তিনি সেখান থেকে আমাকে একটি উট দান করেন, যা ছিল আরোহণের অনুপযোগী। এরপর তিনি আমাকে বলেন, হে 'আয়েশা। তোমার উচিৎ আল্লাহকে ভয় করা এবং নম্র ব্যবহার করা। নিশ্চয়ই নম্রতা যে কোন বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে। আর যে কোন বিষয় থেকে নম্রতা বিদূরিত হলে, তা তাকে কলুষিত করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن المقدام بن شريح الحارثي عن أبيه قال قلت لعائشة رضي الله عنها هل كان النبي صلى الله عليه وسلم يبدو؟ (8) قالت نعم كان يبدو إلى هذه التلاع (9) فأراد البداوة مرة فأرسل الى نعم من ابل الصدقة فأعطاني منها ناقة محرمة (10) ثم قال لي يا عائشة عليك بتقوى الله عز وجل والرفق فإن الرفق لم يك شيء قط إلا زانه ولم ينزع من شيء إلا شأنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান