মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪২. জারীর ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়, সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত হয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن جرير بن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير
tahqiqতাহকীক:তাহকীক চলমান