মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ২৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: রাগ দূর করার জন্য নবী করিম (ﷺ) যে সব কথা বলেছেন
২৯. ইব্রাহীম ইবনে খালিদ বলেন, আবু ওয়ায়েল সানআনী মুরাদী (র) বলেন, আমরা উরওয়াহ ইবনে মুহাম্মদ (র)-এর নিকট বসা ছিলাম, তিনি বলেন তখন এক ব্যক্তি তার নিকট প্রবেশ করে, আর সে তার সাথে রাগান্বিত হয়ে কথা বলে। তিনি বলেন যখন সে রাগান্বিত হলো, তখন সে উঠে গেল। এরপর সে অযু করে আমাদের নিকট ফিরে আসলো। তিনি বলেন, আমার পিতা, আমার দাদা 'আতীয়া সামাদী থেকে হাদীস বর্ণনা করেন, তার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাগ করা শয়তানের কাজ, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুন নিভানো হয় পানি দিয়ে। সুতরাং তোমাদের কেউ রাগ করলে সে যেন অযু করে নেয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب ما وصفه النبي صلى الله عليه وسلم لإذهاب الغضب
حدثنا ابراهيم بن خالد قال ثنا وائل صنعاني مرادى قال كنا جلوسا عند عروة بن محمد قال إذ دخل عليه رجل فكلمة بكلام أغضبه قال فلما أن غضب قام ثم عاد إلينا وقد توضأ فقال حدثني أبي عن جدي عطية (2) وقد كانت له صحبة قال قال رسول الله صلى الله عليه وسلم ان الغضب من الشيطان وان الشيطان خلق من النار وانما تطفأ النار بالماء فإذا غضب أحدكم فليتوضأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান