মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ২৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২৮. 'আবদুল্লাহ ইবনে 'আমর (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেন, আমি আল্লাহর ক্রোধ থেকে কিভাবে দূরে থাকতে পারি? তিনি বললেন, তুমি রাগ করবে না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن عبد الله بن عمرو أنه سأل رسول الله صلى الله عليه وسلم ماذا يباعدني من غضب الله عز وجل قال لا تغضب