মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ২৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২৭. 'আতীয়া সা'অদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাদশাহ যখন তীব্রভাবে ক্রোধান্বিত হয়, তখন শয়তান তাকে নিয়ন্ত্রণ করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن عطيه السعدي قال قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استشاط (5) السلطان تسلط الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা