মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৩০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: রাগ দূর করার জন্য নবী করিম (ﷺ) যে সব কথা বলেছেন
৩০. মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ)-এর উপস্থিতিতে দু'জন লোক একে অপরকে গালি দিল, তাদের একজন এমনভাবে রাগ হলো, মনে হলো- রাগে তার নাক ফেটে যাবে। তখন নবী করিম (ﷺ) বললেন আমি এমন একটি কথা জানি। যদি সে কথাটি এ লোকটি বলতো, তাহলে তার রাগ পানি হয়ে যেত। সে কথাটি হলো, আল্লাহুম্মা ইন্নি-আউযুবিকা মিনাশ শায়তানির রাজীম। অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب ما وصفه النبي صلى الله عليه وسلم لإذهاب الغضب
عن معاذ قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم فغضب أحدهما حتى إنه ليتخيل أن أنفه ليتمزع من الغضب فقال رسول الله صلى الله عليه وسلم اني لأعلم كلمة لو يقولها هذا الغضبان لذهب عنه الغضب اللهم إني أعوذ بك من الشيطان الرجيم
tahqiqতাহকীক:তাহকীক চলমান