মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ২৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২৪. জারীয়া ইবনে কুদামা আস-সা'আদী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ)-কে প্রশ্ন করেছিলেন। হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে এমন কথা বলুন যাতে আমি উপকৃত হতে পারি এবং আমি তা পালন করতে পারি দুর্বল হয়ে না পড়ি তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি রাগান্বিত হবে না, পুনরায় একথা বললেন এবং বার বার বললেন। প্রত্যেক বারই তিনি বললেন, রাগান্বিত হবে না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن جارية بن قدامة السعدي أنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله قل لي قولا ينفعني وأقلل علي لعلي أعيه فقال رسول الله صلى الله عليه وسلم لا تغضب فأعاد عليه حتى أعاد عليه مرارا كل ذلك يقول لا تغضب
tahqiqতাহকীক:তাহকীক চলমান