মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ২৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২৩. ইবন আবি হাসবা অথবা আবূ হাসবা এক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর খুতবার সময় উপস্থিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা কি জান, প্রকৃত বীর কে? তারা বললো, যে অন্যকে পরাভূত করে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রকৃত বীর, প্রকৃত বীর হলো সে ব্যক্তি, যে ক্রোধান্বিত হয়, এরপর তার ক্রোধের তীব্রতা বেড়ে যায়, তার চেহারা লাল বর্ণ ধারণ করে, তার শরীর ও পশম কাঁপতে থাকে, এমনকি তার ক্রোধ আরো তীব্র হতে থাকে, এ সময় যে ক্রোধকে সংবরণ করেন, যেমন- পানি দ্বারা আগুন নিভানো হয়। সে-ই প্রকৃত বীর।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن ابن حصبة أو أبي حصبة عن رجل شهد رسول الله صلى الله عليه وسلم يخطب فقال تدرون ما الصرعة؟ قال قالوا الصريع قال فقال رسول الله صلى الله عليه وسلم الصرعة كل الصرعة الصرعة كل الصرعة الرجل يغضب فيشتد غضبه ويحمر وجهه ويقشعر شعره فيصرع غضبه وإنما تطفأ النار بالماء