মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ২৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২৫. হুমাইদ ইবন 'আবদুর রহমান (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলের একজন সাথী থেকে বর্ণনা করেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে অসিয়ত করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি রাগান্বিত হবে না। বর্ণনাকারী বলেন, লোকটি বললো, রাসূলের একথা শুনে আমি চিন্তা করলাম। রাগ সমস্ত খারাপ জিনিস একত্রিত করে অর্থাৎ রাগ হলো সমস্ত খারাপের মূল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن حميد بن عبد الرحمن عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال قال رجل يا رسول الله أوصني قال لا تغضب قال قال الرجل ففكرت حين قال النبي صلى الله عليه وسلم ما قال فإذا الغضب يجمع الشر كله