মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৫০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা বিপথগামীকে পথ প্রদর্শন করা
১৫০, আবু দারদা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি মুসলমানদের যাতায়াতের পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে তার জন্য একটি নেকী লিখে দিবেন। আর যে ব্যক্তিকে তাঁর নিকট থেকে নেকী লিখে দেয়া হবে, সে নেকীর জন্য আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
كتاب البر والصلة
باب الترغيب في إماطة الأذى عن الطريق وارشاد الضال
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم أنه قال من زحزح عن طريق المسلمين شيئا يؤذيهم كتب الله له به حسنة ومن كتب له عنده حسنة أدخله الله بها الجنة