মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৫১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা বিপথগামীকে পথ প্রদর্শন করা
১৫১. মুসা ইবন আবু ঈসা (রা) থেকে বর্ণিত। মরিয়ম (আ) 'ঈসা (আ)-কে হারিয়ে ফেলেন। এরপর তার খোঁজে বের হলেন এবং একজন তাঁতীর সাথে তাঁর সাক্ষাৎ হলো; কিন্তু সে তাকে কোন খোঁজ দিতে পারলো না। পুনরায় সে তাকে ডাকতে লাগল এবং তাকে হতবুদ্ধি অবস্থায় দেখা গেল এরপর তাঁর একজন দর্জির সাথে সাক্ষাৎ হলো এবং সে তাঁকে তার খোঁজ দিল। তখন তাকে ডাকা হলো এবং সে তাদের সাথে বসা ছিল।
كتاب البر والصلة
باب الترغيب في إماطة الأذى عن الطريق وارشاد الضال
عن موسى بن ابي عيسى أن مريم فقدت عيسى عليه السلام فدارت بطلبه فلقيت حائكا (5) فلم يرشدها فدعت عليه فلا تزال تراه تائها (6) فلقيت خياطا فارشدها فدعت له فهم يؤنس اليهم أي يجلس اليهم (7)
tahqiqতাহকীক:তাহকীক চলমান