মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৪৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা বিপথগামীকে পথ প্রদর্শন করা
১৪৮. আবূ বারযা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আবদুল উযযা ইবনে খাতালকে কাবার পাশে লুকিয়ে থাকা অবস্থায় হত্যা করি। এরপর রাসুলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করি: হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন, যা আমল করতে পারি। (অন্য বর্ণনায় আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন, যার দ্বারা আমি উপকৃত হতে পারি।) তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর কর, এটা তোমার জন্য সদকা স্বরূপ।
(অন্য শব্দে:) আমি বললাম, যে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে এমন জিনিস শিক্ষা দিন, যার দ্বারা আল্লাহ তা'আলা আমাকে উপকৃত করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে বস্তু মানুষকে কষ্ট দেয়, তা দূর করে দাও। সে মানুষের যাতায়াতের পথ থেকে তা দূর করে দিল।
(অন্য শব্দে) আমি বললাম, হে আল্লাহর রাসুল (ﷺ)। আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে অথবা যার দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেন, মুসলমানদের যাতায়াতের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো।
كتاب البر والصلة
باب الترغيب في إماطة الأذى عن الطريق وارشاد الضال
عن أبي برزة الأسلمى قال قتلت عبد العزي بن خطل وهو متعلق بستر الكعبة وقلت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله مرني بعمل أعمله (وفي رواية علمني شيئا انتفع به) فقال امط الأذي عن الطريق فهو لك صدقة (وفي لفظ) قلت يا رسول الله علمني شيئا ينفعني الله تبارك وتعالى به فقال انظر ما يؤذي الناس فاعزله عن طريقهم (وفي لفظ آخر) قلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة أو انتفع به قال اعزل الأذى عن طريق المسلمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৮ | মুসলিম বাংলা