মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৪৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা বিপথগামীকে পথ প্রদর্শন করা
১৪৭. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষের চলাচলের পথে একটি গাছ পড়েছিল, এতে মানুষের কষ্ট হচ্ছিল। এরপর এক ব্যক্তি এসে তা রাস্তা থেকে দূর করে দিল।
বর্ণনাকারী বলেন, তখন রাসূল (ﷺ) বললেন, আমি তাকে জান্নাতে সে গাছের ছায়ার নীচে বসবাস করতে দেখেছি।
বর্ণনাকারী বলেন, তখন রাসূল (ﷺ) বললেন, আমি তাকে জান্নাতে সে গাছের ছায়ার নীচে বসবাস করতে দেখেছি।
كتاب البر والصلة
باب الترغيب في إماطة الأذى عن الطريق وارشاد الضال
عن أنس بن مالك قال كانت شجرة في طريق الناس تؤدي الناس فأتاها رجل فعزلها عن طريق الناس قال قال النبي صلى الله عليه وسلم فلقد رأيته يتقلب في ظلها في الجنة