মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৪৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা বিপথগামীকে পথ প্রদর্শন করা
১৪৬, আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, একটি গাছ পথিকদেরকে কষ্ট দিচ্ছিল, জনৈক ব্যক্তি তা কেটে রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। এর ফলে সে জান্নাতে প্রবেশ করবে।
তাঁর অর্থাৎ আবু হুরায়রার দ্বিতীয় বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একজন মুসলমান ব্যক্তি রাস্তা অতিক্রম করার সময় দেখতে পায়, রাস্তায় কাটাযুক্ত বৃক্ষমূল পড়ে আছে। তিনি বললেন, আমি অবশ্যই রাস্তা থেকে কাটাযুক্ত এই বৃক্ষমূল দূর করবো, যাতে কোন মুসলমানের কষ্ট না হয়, রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এর ফলে আল্লাহ তাকে ক্ষমা করলেন।
আবু হুরায়রা (রা)-এর তৃতীয় বর্ণনা। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এক ব্যক্তি মুসলমানদের রাস্তার উপরে পড়ে থাকা কাটাযুক্ত ডাল দূর করার দরুন জান্নাতে প্রবেশ করে।
তাঁর চতুর্থ বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একদা এক ব্যক্তি পথ চলছিল। পথে সে দেখতে পায় কাটাযুক্ত একটা ডাল রাস্তায় পড়ে আছে। তখন সে বললো, অবশ্যই আমি তা দূর করে দেব, সম্ভবত। এ কারণে আল্লাহ্ তা'আলা আমাকে ক্ষমা করে দেবেন। এরপর সে তা দূর করে দিল, সে জন্য আল্লাহ্ তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।
তাঁর অর্থাৎ আবু হুরায়রার দ্বিতীয় বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একজন মুসলমান ব্যক্তি রাস্তা অতিক্রম করার সময় দেখতে পায়, রাস্তায় কাটাযুক্ত বৃক্ষমূল পড়ে আছে। তিনি বললেন, আমি অবশ্যই রাস্তা থেকে কাটাযুক্ত এই বৃক্ষমূল দূর করবো, যাতে কোন মুসলমানের কষ্ট না হয়, রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এর ফলে আল্লাহ তাকে ক্ষমা করলেন।
আবু হুরায়রা (রা)-এর তৃতীয় বর্ণনা। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এক ব্যক্তি মুসলমানদের রাস্তার উপরে পড়ে থাকা কাটাযুক্ত ডাল দূর করার দরুন জান্নাতে প্রবেশ করে।
তাঁর চতুর্থ বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একদা এক ব্যক্তি পথ চলছিল। পথে সে দেখতে পায় কাটাযুক্ত একটা ডাল রাস্তায় পড়ে আছে। তখন সে বললো, অবশ্যই আমি তা দূর করে দেব, সম্ভবত। এ কারণে আল্লাহ্ তা'আলা আমাকে ক্ষমা করে দেবেন। এরপর সে তা দূর করে দিল, সে জন্য আল্লাহ্ তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।
كتاب البر والصلة
باب الترغيب في إماطة الأذى عن الطريق وارشاد الضال
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال كانت شجرة تؤذي اهل الطريق فقطعها رجل فنحاها (2) عن الطريق فأدخل بها الجنة (وعنه من طريق ثان) (3) عن النبي صلى الله عليه وسلم قال مر رجل من المسلمين بجذل (4) شوك في الطريق فقال لأميطن (5) هذا الشوك عن الطريق أن لا يعقر رجلا مسلما (6) قال فغفر له (وعنه من طريق ثالث) (7) عن النبي صلى الله عليه وسلم قال دخل عبد الجنة بغصن شوك على ظهر طريق المسلمين فأماطه عنه (وعنه من طريق رابع) (8) عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل يمشي على طريق وجد غصن شوك فقال لارفعن هذا لعل الله عز وجل يغفر لي فرفعه فغفر الله له به وأدخله الجنة