মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৪৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: হিদায়েতের দিকে দাওয়াত, উত্তম আমল ও এর উপর যুক্তি পেশ করা, দুই দলের শত্রুতা দুর করে মধ্যস্থতা ও সংশোধন করা
১৪৫. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে সালাত, সাওম ও সদকার চেয়ে উত্তম বিষয়ের সংবাদ দেব না? তারা বললো, হ্যাঁ। তিনি বললেন, দুদলের বিরোধ মীমাংসা করা। কারণ দুই দলের ফাসাদ দ্বীনকে ধ্বংস করে দেয়।
كتاب البر والصلة
باب الترغيب في الدعوة إلى الهدى وأعمال الخير والدلالة عليها والشفاعة واصلاح ذات البين
عن ابي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصلاة والصيام والصدقة (8)؟ قالوا بلى قال إصلاح ذات البين (9) وفساد ذات البين هي الحالقة
tahqiqতাহকীক:তাহকীক চলমান