মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৩৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা এবং তা প্রকাশ না করার উৎসাহ প্রদান
১৩৬. 'উকবা ইবনে আমিরের লেখক দুখাইন থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'উকবা (রা) কে বললাম, আমার প্রতিবেশীরা মদ পান করে, এজন্য আমি পুলিশ ডাকি, যেন তাদেরকে পাকড়াও করে। তিনি বললেন, এ কাজ করো না, বরং তাদেরকে নসিহত কর এবং সাবধান কর। তিনি বলেন, আমি তা করেছি কিন্তু তারা বিরত হয়নি, তারপর দুখাইন এসে বললেন, আমি তাদেরকে নিষেধ করেছি, কিন্তু তারা বিরত হয়নি, এজন্য আমি তাদের জন্য পুলিশ ডাকবো যেন তাদেরকে পাকড়াও করে। তখন 'উকবা (রা) বললেন, তোমার ধধ্বংস হোক! তুমি এ কাজ করো না। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি কোন মুমিনের দোষত্রুটি গোপন রাখে, সে যেন জীবন্ত প্রোথিত শিশুটিকে তার কবর থেকে উদ্ধার করে। অন্য বর্ণনায় সে ঐ ব্যক্তির মত, যে কবরে জীবন্ত প্রোথিত কোন শিশুকে কবর থেকে জীবন্ত বের করে।
كتاب البر والصلة
باب الترغيب في ستر عورات المسلمين وعد اشاعتها
عن دخين كاتب عقبة بن عامر قال قلت لعقبة رضي الله عنه إن لنا جيرانا يشربون الخمروأنا داع لهم الشرط (6) فيأخذوهم فقال لا تفعل ولكن عظهم وتهددهم قال ففعل فلم ينتهوا قال فجاءه دخين اني نهيتهم فلم ينتهوا وأنا داع لهم الشرط فيأخذوهم فقال عقبة ويحك لا تفعل فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ستر عورة (7) مؤمن فكأنما استحيا موءودة (8) من قبرها (وفي رواية) كان كمن احيا موءودة من قبرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান