মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৩৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা এবং তা প্রকাশ না করার উৎসাহ প্রদান
১৩৭. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, কোন বান্দা যদি অপর কারোর দোষত্রুটি দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ্ তা'আলা তার দোষ-ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবেন।
كتاب البر والصلة
باب الترغيب في ستر عورات المسلمين وعد اشاعتها
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال لا يسترعبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান