মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৩৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা এবং তা প্রকাশ না করার উৎসাহ প্রদান
১৩৫. মাকহুল (র) থেকে বর্ণিত। 'উকবা (রা) মাসলামা ইবন মুখল্লাদের নিকট মিসরে গমন করেন। (অন্য বর্ণনায়: 'উকবা ইবন আমির (রা) মিশরের আমির মাসলামা ইবন মুখল্লাদের নিকট গমন করেন।) সেখানে তাঁর ও দারওয়ানের মাঝে কিছু ঘটেছিল। মাসলামা (রা) তাঁর আওয়াজ শুনতে পেল। এরপর তাকে প্রবেশের অনুমতি দিল, 'উকবা (রা) বললেন, আমি তোমার সাথে কেবল দেখা করার জন্য আসিনি। বরং একটি প্রয়োজনে তোমার নিকট এসেছি। আমি কি তোমাকে স্মরণ করিয়ে দেব, যা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ-ত্রুটি জানা সত্ত্বেও তা গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন? তিনি বললেন, হাঁ। তখন উকবা (রা) বললেন, আমি এটি শোনার জন্যই তোমার কাছে এসেছি।
كتاب البر والصلة
باب الترغيب في ستر عورات المسلمين وعد اشاعتها
عن مكحول أن عقبة أتى مسلمة بن مخلد (4) بمصر (وفي رواية ركب عقبة بن عامر غلى مسلمة بن مخلد وهو أمير على مصر) وكان بينه وبين البواب شيء فسمع صوته فأذن له فقال اني لم آتك زائرا ولكني جئتك لحاجة أتذكر يوم قال رسول الله صلى الله عليه وسلم من علم من أخيه سيئة فسترها ستره الله عز وجل يوم القيامة؟ فقال نعم فقال لهذا جئت