মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের নসিহত করার প্রতি উৎসাহ প্রদান
১১৪. যিয়াদ ইবনে ইলাকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি জারীর ইবন 'আবদুল্লাহকে মুগীরা ইবন শু'বার মৃত্যুর দিন দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের উচিত- আল্লাহকে ভয় করা, সহনশীল হওয়া ও শান্ত থাকা, যতক্ষণ না তোমাদের জন্য দ্বিতীয় কোন আমির নিযুক্ত না হয়। (তিনি ছিলেন যিয়াদ ইবনে আবু সুফিয়ান) তিনি এখনই তোমাদের মাঝে উপস্থিত হবেন, এরপর বললেন, তোমরা তোমাদের আমিরের জন্য রহমত, মাগফিরাত ও শাফায়াতের জন্য দু'আ কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে ভালবাসেন। তিনি বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এসে তাঁকে বললাম, আমি ইসলামের উপর আপনার হাতে বায়'য়াত হতে চাই, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এ শর্তে বায়'য়াত করতে পার যে, তুমি সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। অন্য বর্ণনায়, মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে, কুফরী থেকে মুক্ত থাকবে, এ কথার উপর আমি বায়'য়াত করলাম। আমি কুফার মসজিদের মালিকের শপথ করে বলছি। আমি তোমাদের সকলের জন্য কল্যাণকামী হবো, এরপর তিনি মাগফিরাত কামনা করেন এবং অবতরণ করেন।
كتاب البر والصلة
باب الترغيب في النصيحة للمسلمين
عن زياد بن علاقة قال سمعت جرير ابن عبد الله رضي الله عنه قام يخطب يوم توفي المغيرة بن شعبة فقال عليكم باتقاء الله عز وجل الوقار والسكينة حتى يأتيكم أمير فإنما يأتيكم الآن ثم قال اشفعوا لأميركم (6) فإنه كان يحب العفو وقال أما بعد فإني أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت أبايعك على الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم واشترط على النصح لكل مسلم (7) وفي رواية (وتنصح للمسلم وتبرأ من الكافر) فبايعته على هذا ورب هذا المسجد (8) إني لكم لناصح جميعا (9) ثم استغفر ونزل
tahqiqতাহকীক:তাহকীক চলমান