মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের নসিহত করার প্রতি উৎসাহ প্রদান
১১৩. জরীর ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, আমি আপনার হাতে ইসলামের উপর বায়'আত করতে চাই। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বললেন, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। এরপর তিনি বললেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া বা অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।
كتاب البر والصلة
باب الترغيب في النصيحة للمسلمين
عن جرير قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت أبايعك على الإسلام فقبض يده وقال النصح لكل مسلم ثم قال صلى الله عليه وسلم أنه من لم يرحم الناس لم يرحمه الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান