মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের নসিহত করার প্রতি উৎসাহ প্রদান
১১২. হাকীম ইবন আবি যায়েদ (র) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, মানুষকে ডাক এবং পরস্পর পরস্পরকে বিপদে সাহায্য কর। তোমার ভাই তোমার নিকট উপদেশ চাইলে, তাকে উপদেশ দাও।
كتاب البر والصلة
باب الترغيب في النصيحة للمسلمين
عن حكيم بن أبي يزيد عن أبيه عمن سمع النبي صلى الله عليه وسلم يقول دعوا الناس فليصب بعضهم من بعض فماذا استنصح رجل أخاه فلينصح له
tahqiqতাহকীক:তাহকীক চলমান