মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১০৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানদারীর সময় এবং মেহমানের অধিকার ও তার কর্তব্য প্রসঙ্গ
১০৪. মিকদাম ইবন মা'দীকারিব আল-কিন্দি (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে প্রত্যেক মুসলমানের উপর রাতে আগত মেহমানকে আপ্যায়ন করা ওয়াজিব। আর কারোর বাড়ির আঙ্গিনায় মেহমান অভুক্ত রাত কাটালে, সেটা বাড়ির মালিকের জন্য ঋণস্বরূপ, মেহমান ইচ্ছে করলে এ ঋণ উসূল বা আদায় করে নিতে পারে, অথবা ত্যাগও করতে পারে। তার দ্বিতীয় বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি কোন মুসলমান কোন জাতির মেহমান হয়, আর সে মেহমানদারী থেকে বঞ্চিত হয়, অর্থাৎ সে অভুক্ত থাকে, তাহলে সকল মুসলমানের দায়িত্ব তাকে সাহায্য করা, যাতে সে তার সম্পদ ও খাদ্য শস্য থেকে এক রাত অতিথির আপ্যায়ন করতে পারে।
كتاب البر والصلة
باب ما جاء مدة الضيافة وما للضيف من الحق وما عليه
عن المقدام بن معديكرب الكندي أبي كريمة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وآله وسلم يقول ليلة الضيف واجبة على كل مسلم (7) فإن اصبح بفنائه (8) محروما كان دينا له عليه إن شاء اقتضاه وان شاء تركه (وعنه من طريق ثان) (9) عن النبي صلى الله عليه وآله وسلم أيما مسلم أضاف قوما فأصبح الضيف محروما فإن حقا على كل مسلم نصره حتى يأخذ بقرى الليلة ليلته من زرعه وماله