মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১০৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানদারীর সময় এবং মেহমানের অধিকার ও তার কর্তব্য প্রসঙ্গ
১০৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন তোমাদের কোন মুসলমান ভাইয়ের বাড়ীতে প্রবেশ করবে, আর সে যখন তোমাদের খাওয়ার ব্যবস্থা করবে, তখন তোমরা তা খাবে। তবে খাওয়ার ব্যাপারে তাকে কোন প্রশ্ন করবে না। আর সে যখন তোমাদেরকে পান করাবার জন্য কোন পানীয়ের ব্যবস্থা করবে, তখন সে ব্যাপারেও তাকে কোন প্রশ্ন করবে না।
كتاب البر والصلة
باب ما جاء مدة الضيافة وما للضيف من الحق وما عليه
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل أحدكم على أخيه المسلم فأطعمه طعاما فليأكل من طعامه ولا يسأله عنه فإن سقاه شرابا من شرابه فليشرب من شرابه ولا يسأله عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান