মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১০২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানদারীর সময় এবং মেহমানের অধিকার ও তার কর্তব্য প্রসঙ্গ
১০২. 'আব্বাস জুরাইরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু 'উছমান নাহদীকে বলতে শুনেছি, আমি আবু হুরায়রা (রা)-এর নিকট সাত দিন পর্যন্ত মেহমান হিসেবে ছিলাম। তখন তাঁকে বলতে শুনেছি, একদা নবী করিম (ﷺ) তার সাথীদের মাঝে খেজুর বণ্টন করছিলেন, তাতে আমার ভাগে সাতটি পড়েছিল, তন্মধ্যে একটি ছিল শুকনো। আমার নিকট কঠিনভাবে তা চিবানোর চেয়ে আনন্দদায়ক বিষয় আর কিছু ছিল না।
كتاب البر والصلة
باب ما جاء مدة الضيافة وما للضيف من الحق وما عليه
عن العباس الجريري قال سمعت أبا عثمان النهدي يقول تضيفت أبا هريرة سبعا (2) قال وسمعته يقول قسم النبي صلى الله عليه وآله وسلم بين أصحابه تمرا فأصابني سبع تمرات احداهن حشفة (3) فلم يكن شيء أعجب إلى منها شدت مضاغي