মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৯৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানের জন্য কৃত্রিমতা না দেখানো
৯৭. 'আবদুল্লাহ ইবন 'উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির ইবন আব্দুল্লাহ (রা)-এর নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর একদল সাহাবী আসলে 'আবদুল্লাহ্ খাওয়ার জন্য রুটি ও সিরকা তাদের সামনে পেশ করে বলেন, খাও, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি। উত্তম সালন বা তরকারী হলো সিরকা। আল্লাহ ঐ ব্যক্তিকে ধ্বংস করুন, যার ঘরে তার একদল সাথী প্রবেশ করে, আর সে তাদের সামনে যে খাদ্য পেশ করে, তারা তাকে অবজ্ঞা ও তুচ্ছ জ্ঞান করে। আর আল্লাহ্ ঐ জাতিকে ধ্বংস করুন, যাদের সামনে কোন খাদ্য উপস্থাপন করলে তারা তা তুচ্ছ মনে করে।
كتاب البر والصلة
باب ما جاء في عدم التكلف للضيف
عن عبد الله بن عبيد بن عمير قال دخل على جابر بن عبد الله نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فقدم إليهم خبزا وخلا فقال كلوا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم نعم إلادام الخل أنه هلاك بالرجل أن يدخل عليه النفر من أخوانه فيحتقر ما في بيته أن يقدمه إليهم وهلاك بالقوم أن يحتقروا ما قدم اليهم