মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৯৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানের জন্য কৃত্রিমতা না দেখানো
৯৮. সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি জনৈক ব্যক্তির নিকট প্রবেশ করলেন, সে তার নিকট খাওয়ার যা কিছু ছিল তা উপস্থিত করলো। তখন সালমান ফারসী (রা) বললেন, যদি রাসুলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ না করতেন, অথবা যদি রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কোন সাথীকে কষ্ট দিতে নিষেধ না করতেন, তাহলে আমরা তোমাকে কষ্ট দিতাম।
كتاب البر والصلة
باب ما جاء في عدم التكلف للضيف
عن سلمان الفارسي أنه دخل عليه رجل فدعا له بما كان عنده فقال لولا أن رسول الله صلى الله عليه وسلم نهانا ولولا أنا نهينا أن يتكلف أحدنا لصاحبه لتكلفنا لك
tahqiqতাহকীক:তাহকীক চলমান