মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৯৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানের সম্মান করা ও এর ফযীলত ও বরকতের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ।
৯৬. সিনান ইবনে সান্না (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর সফর সংগী ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ফকীর, মিসকিন ও পথিকের খাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহর ন্যামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, সে ধৈর্যশীল রোযাদারের সমান পুরস্কার পাবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الضيف وفضل ذلك وبركته
عن سنان بن سنة صاحب النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال الطاعم الشاكر (7) له مثل أجر الصائم الصابر