মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৯৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানের সম্মান করা ও এর ফযীলত ও বরকতের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ।
৯৫. মালিক ইবনে নাদ্লা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি এক ব্যক্তির নিকট অবস্থান করলে সে আমার মেহমানদারী করেনি এবং আমাকে সম্মানও করেনি। এখন সে যদি আমার নিকট আসে তাহলে সে আমার সাথে যে আচরণ করেছে, সেভাবে আমিও কি তার সম্মান করব না, অথবা মেহমানদারী করব না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তার মেহমানদারী করবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الضيف وفضل ذلك وبركته
عن مالك بن نضلة قال قلت يا رسول الله رجل نزلت به فلم يقرني (3) ولم يكرمني ثم نزل بي أقريه أو أجزيه (4) بما صنع قال بل أقره
tahqiqতাহকীক:তাহকীক চলমান