মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৭২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
অনুচ্ছেদ: ইয়াতীমের লালন পালন, তার প্রতি ইহসান করা, তার মাথা মসেহ করা এবং মিসকিন ও বিধবাদের রক্ষণাবেক্ষণের প্রতি উৎসাহ প্রদান
৭২. মালিক ইবন হারিছ (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি কোন ইয়াতিমকে তার মুসলিম পিতা-মাতার সাথে তার খাওয়া-দাওয়ার অন্তর্ভুক্ত করে নেবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন এবং অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যে ব্যক্তি কোন মুসলমান ক্রীতদাসকে মুক্ত করে দেবে, আল্লাহ ক্রীতদাসের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।
كتاب البر والصلة
باب الترغيب في كفالة اليتيم والإحسان إليه ومسح رأسه والسهر على الأرملة والمسكين
عن مالك بن الحارث أنه سمع النبي صلى الله عليه وسلم يقول من ضم يتيما بين أبوين (5) مسلمين إلى طعامه وشرابه حتى يستغنى (1) عنه وجبت له الجنة البتة ومن اعتق امرءا مسلما (2) كان فكاكه من النار يجزي بكل عضو منه عضوا منه من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান