মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৭১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
অনুচ্ছেদ: ইয়াতীমের লালন পালন, তার প্রতি ইহসান করা, তার মাথা মসেহ করা এবং মিসকিন ও বিধবাদের রক্ষণাবেক্ষণের প্রতি উৎসাহ প্রদান
৭১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ইয়াতীমের নিকটাত্মীয় কিংবা দুরাত্মীয়দের দেখাশুনার দায়িত্ব আমার। তারা উভয়ে (ইয়াতীম ও তার আত্মীয়) জান্নাতে এভাবে থাকবে- যদি আল্লাহকে ভয় করে।
আনাস ইবন মালিক (রা) হাদীসটি বর্ণনা করার সময় তার নিজের তর্জনী ও মধ্যমা অঙ্গুলী দিয়ে ইশারা করে বিষয়টি বুঝান।
আনাস ইবন মালিক (রা) হাদীসটি বর্ণনা করার সময় তার নিজের তর্জনী ও মধ্যমা অঙ্গুলী দিয়ে ইশারা করে বিষয়টি বুঝান।
كتاب البر والصلة
باب الترغيب في كفالة اليتيم والإحسان إليه ومسح رأسه والسهر على الأرملة والمسكين
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كافل اليتيم له أو لغيره (2) أنا وهو كهاتين في الجنة إذا اتقى الله واشار مالك (أحد الرواة) بالسبابة والوسطى