মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৪২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৪২. পুনরায় নু'মান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সন্তানদেরকে নিকটবর্তী কর, অর্থাৎ তাদের মাঝে সমতা রক্ষা কর।
অন্য শব্দে: তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কর, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কর; তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কর। (গুরুত্ব বুঝাবার জন্য কথাটি তিনবার বলা হয়েছে)
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال قاربوا بين أبنائكم يعني سووا بينهم (وفي لفظ) اعدلوا بين أبنائكم اعدلوا بين ابنائكم اعدلوا بين ابنائكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান