মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৪৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৪৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আকরা ইবন হারিস (রা) দেখলেন, নবী (ﷺ) হাসানকে চুমু খাচ্ছেন। তখন তিনি বললেন, আমার দশটি সন্তান আছে, আমি কখনও কোন সন্তানকে চুমু খাইনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি কারও প্রতি দয়া করে না, তার উপরও দয়া করা হয় না।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
عن أبي هريرة ابصر النبي صلى الله عليه وسلم الأقرع (8) يقبل حسنا فقال لي عشرة من الولد ما قبلت أحدا منهم قط قال أنه من لا يرحم
tahqiqতাহকীক:তাহকীক চলমান