মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৪০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৪০. মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) তাকে দশটি কথা সম্পর্কে ওসিয়ত করেন, যার মধ্যে হলো, তুমি দীর্ঘ সময় ধরে তোমার পরিবার পরিজনের খরচ বহন করবে, আদব কায়দা শিক্ষাদানের জন্য তাদের উপর থেকে লাঠি উঠিয়ে নেবে না এবং আল্লাহর কাজে তাদের সাথে সহজনীতি অবলম্বন করবে।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
عن معاذ بن جبل أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أوصاه بعشر كلمات (منها) وأنفق على عيالك من طولك ولا ترفع عنهم عصاك أدبا وأخفهم في الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান