মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৩৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৯. সা'য়ীদ ইবন আল-'আস (রা) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পিতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দানের চেয়ে উৎকৃষ্টতম আর কিছু দান করতে পারে না।
খালাফ ইবনে হিশাম হাদীস বর্ণনা করেন, বাযযার ও কাওয়ারীরী বলেন, আমির ইবনে আবি আমর উল্লেখিত সনদসহ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
حدثنا يزيد بن هرو قال أنا عامر بن صالح بن رستم المزني (6) ثنا أيوب بن موسى بن عمرو بن سعيد بن العاص قال أو ابن سعيد بن العاص عن أبيه عن جده (7) قال قال رسول الله صلى الله عليه وسلم ما نحل (8) والد ولده أفضل من أدب حسن (9) قال أبو عبد الرحمن (10) حدثنا به خلف بن هشام البزار والقواريري قالا ثنا عامر بن أبي عامر بأسناده فذكر مثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান