মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৩১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
৩১. শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন আমি মুয়াবিয়া ইবন কুররাকে বলেছিলাম, তুমি কি আনাস (রা)-কে বলতে শুনেছ, যা রাসূলুল্লাহ (ﷺ) নুমান ইবনে মাকরানকে বলেছিলেন? আর তাহলো, তুমি গোত্রের সম্পর্কের দিক থেকে তাদের ভাগিনা। সে বললো, হাঁ।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن شعبة قال قلت لمعاوية بن قرة أسمعت أنسا يقول قال رسول الله صلى الله عليه وسلم للنعمان بن مقرن (6) ابن اخت القوم منهم (7) قال نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান