মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৩০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
৩০. সুলায়মান ইবন ইয়াসার (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী মায়মুনা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার দাসীকে আযাদ করে দেই। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে আসলে আমি তাঁকে আমার দাসীকে আযাদ করার সংবাদ দেই। তিনি বলেন, মহান আল্লাহ্ তোমাকে এর পুরস্কার দেবেন, তবে তুমি যদি তোমার খালাকে দাসীটি দান করতে, তাহলে তুমি আরো অধিক ছাওয়াব পেতে।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن سليمان بن يسار عن ميمونة زوج النبي صلى الله عليه وسلم ورضي الله عنها قالت أعتقت جارية لي فدخل علي النبي صلى الله عليه وسلم فأخبرته بعتقها فقال آجرك الله أما أنك لو كنت أعطيتها أخوالك كان أعظم لأجرك