মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ২৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
২৯. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি রাসূল (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি বড় ধরনের অপরাধ করেছি, আমার কি তওবা করার সুযোগ আছে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার মাতা-পিতা কি জীবিত আছে? সে বললো, না। তিনি বললেন, তোমার খালা কি জীবিত আছে? সে বললো, হাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তার সাথে সদাচারণ করবে।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن ابن عمر قال اتى رسول الله صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله أذنبت ذنبا كبيرا فهل لي توبة؟ فقال رسول الله صلى الله عليه وسلم ألك والدان؟ قال لا قال فلك خاله؟ قال نعم فقال رسول الله صلى الله عليه وسلم فبرها إذا