মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
২৮. মিকদাম ইবন মা'দীকারিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, আল্লাহ তা'আলা পর্যায়ক্রমে তোমাদের নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن المقدام بن معديكرب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يوصيكم بالأقرب فالأقرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান