মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
২৭. ছাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন, উত্তম দিনার হলো তা যা কোন ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে। উত্তম দিনার হলো তা, যা আল্লাহর পথে জিহাদের পশু ক্রয়ের জন্য ব্যয় করা হয়। বর্ণনাকারী বলেন, আবু কিলাবা (রা) পরিবার পরিজনের ব্যয় করাকে অগ্রাধিকার দিয়েছেন, (তারপর অতিরিক্ত থাকলে জিহাদের পশু ক্রয় করবে)।
বর্ণনাকারী বলেন জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তির ছাওয়াব সবচেয়ে বেশী? বলা হলো, যে ব্যক্তি তার পরিবারের ছোটদের জন্য ব্যয় করে। সে কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن ثوبان أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل دينار دينار ينفقه الرجل على عياله دينار ينفقه على دابته في سبيل الله قال ثم قال أبو قلابة من قبلة برا بالعيال قال وأي رجل أعظم أجرا من رجل ينفق على عياله صغارا يعفهم الله به
tahqiqতাহকীক:তাহকীক চলমান