মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
২৪. 'আমর ইবনে শুয়ায়ব (রা) তিনি তার পিতা, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, আমার পিতা চান আমি আমার সমস্ত সম্পদ তাকে উজার করে দেই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার। আর তোমাদের উপার্জিত খাদ্যই সবচেয়ে উত্তম খাদ্য। তোমাদের সন্তানদের সম্পদ তোমাদেরই অর্জিত সম্পদ, তোমরা তা তৃপ্তিসহকারে খাও।
অন্য বর্ণনায়
'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (সা) থেকে বর্ণনা করেন, তোমাদের সন্তানগণ উত্তম উপার্জনকারী, সুতরাং তোমরা তোমাদের সন্তানের উপার্জন থেকে খাও।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال إني أعرابي يا رسول الله صلى الله عليه وسلم فقال إن أبي يريد أن يجتاح مالي قال أنت ومالك لوالدك إن أطيب ما أكلتم من كسبكم وإن أموال أولادكم من كسبكم فكلوه هنيئا
(عن عائشة رضي الله عنها (4) عن النبي صلى الله عليه وسلم إن أولادكم من أطيب كسبكم فكلوا من كسب أولادكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান