মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
২৫. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ফকির থাকে, তবে দান করার ক্ষেত্রে প্রথমে তাকে দিয়ে শুরু কর। যদি অতিরিক্ত থাকে, তবে তার আত্মীয়-স্বজনকে অথবা (বর্ণনাকারী সন্দেহচ্ছলে বলেছেন:) অথবা পরবর্তীতে যারা নিকটবর্তী আত্মীয়, অথবা যার প্রয়োজন বেশী; যদি এর অতিরিক্ত থাকে, তাহলে কল্যাণকর কাজে ব্যয় কর।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم فقيرا فليبدأ بنفسه وإن كان فضلا فعلى عياله وإن كان فضلا فعلى ذوي قرابته أو قال ذوي رحمه وإن كان فضلا فههنا وهاهنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান