মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
২২. আসমা বিনতে আবু বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মুশরিক থাকা অবস্থায় আমি আমার মায়ের নিকট গোলাম, (অন্য শব্দে মা আমার নিকট আসলেন, যেখন কুরায়শদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সন্ধিচুক্তি ছিল, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির সময়। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম, আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট আগমন করেছেন, আমি কি তার জন্য দোয়া করব? রাসূল (সা) বললেন, হ্যাঁ, তোমার মায়ের জন্য দোয়া কর (তার দ্বিতীয় বর্ণনায়ঃ) তিনি বলেন, আমার মা আমার নিকট এসেছেন। (অন্য শব্দে: কুরায়শদের সময়ে বা কুরায়শদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সন্ধি চুক্তি থাকা অবস্থায়)। তার ব্যাপারে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল (ﷺ)। আমার ‘মা’ মুশরিক অবস্থায় ইসলাম অপছন্দ করে আমার নিকট এসেছেন, আমি কি তার জন্য দু'আ করব? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার মায়ের জন্য দু'আ কর।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن أسماء بنت أبي بكر قالت قدمت أمي (وفي لفظ أتتني أمي) وهي مشركة في عهد قريش إذ عاهدوا رسول الله صلى الله عليه وسلم (7) فاستفتيت رسول الله صلى الله عليه وسلم فقلت أمي قدمت وهي راغبة (8) أفأصلها؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم صلي أمك
وعنها من طريق ثان (9) قالت قدمت أمي في مدة قريش (وفي لفظ في عهد قريش ومدتهم التي كانت بينهم وبين رسول الله صلى الله عليه وسلم مشركة وهي راغبة يعني محتاجة فسألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن أمي قدمت علي وهي مشركة راغبة أفأصلها؟ قال صلى أمك
tahqiqতাহকীক:তাহকীক চলমান