মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ২১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
২১. 'ইয়ায ইবনে মারছাদ (রা) অথবা মারছাদ ইবনে 'ইয়ায (রা) থেকে বর্ণিত। তাদের মধ্যে থেকে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিল: হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে এমন একটি কাজের সংবাদ দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তোমার পিতা-মাতার মধ্যে কেউ জীবিত আছে কি? একথা তিনি বার বার বললেন। সে বললো, না, (তবে সে যদি হ্যাঁ বলতো, তাহলে তিনি বলতেন, তাদের খিদমত কর এবং তাদের সাথে সদাচারণ কর।) তিনি বললেন, তুমি পানি পান করাও। সে বললো, কিভাবে পানি পান করাবো? তিনি বললেন, অভাবীরা উপস্থিত হলে তাদের পাত্র পূরণ করে দাও, আর তারা যদি তারা অনুপস্থিত থাকে, তাহলে যাদের পানির প্রয়োজন তাদেরকে পানি পৌছে দাও।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن عياض بن مرثد أو مرثد بن عياض عن رجل منهم أنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة قال هل من والديك من أحد حي؟ قال له مرات (5) قال لا قال فاسق الماء قال كيف اسقيه؟ قال اكفهم آلته إذا حضروه واحمله اليهم إذا غابوا عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১ | মুসলিম বাংলা