মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
৯. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি ইয়ামন থেকে হিজরত করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি শিরক ত্যাগ করে জিহাদে অংশগ্রহণ করতে চাও? ইয়ামানে কি তোমার পিতা-মাতা আছে? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি তাদের অনুমতি নিয়ে এসেছ? সে বললো, না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার পিতা-মাতার নিকট ফিরে যাও এবং তাদের অনুমতি চাও, যদি তারা অনুমতি দেয়, তাহলে এসো, অন্যথায় তাদের খিদমত করো।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن أبي سعيد الخدري قال هاجر رجل إلى رسول الله صلى الله عليه وسلم من اليمن فقال له يا رسول الله صلى الله عليه وسلم هجرت الشرك ولكنه الجهاد هل باليمن أبواك؟ قال نعم قال أذنا لك قال لا فقال رسول الله صلى الله عليه وسلم ارجع إلى أبويك فاستأذنهما فإن فعلا وإلا فبرهما