মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
৮. 'আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)কে গাছের নিচে বসা অবস্থায় দেখলাম। এ সময় গোত্রের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তাঁকে সালাম দিয়ে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ) আমি আপনার সাথে জিহাদে শরীক হতে ইচ্ছুক এবং এর বিনিময়ে আল্লাহর কাছে পরকালে পুরস্কারের আশা করছি। তিনি বললেন, তোমার মাতা-পিতার মধ্যে কেউ জীবিত আছে কি? সে বললো, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)। তারা উভয়ে জীবিত আছেন। তখন তিনি বললেন, তুমি ফিরে গিয়ে তোমার পিতা-মাতার সাথে ভাল ব্যবহার কর। বর্ণনাকারী বলেন, সে যেভাবে এসেছিল, সেভাবে ফিরে গেল।
'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর কাছে জিহাদে অংশগ্রহণ করার অনুমতি চাইলো। তখন তিনি বললেন, তোমার মাতা-পিতা কি জীবিত আছে? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাদের উভয়ের সেবার দ্বারা সন্তুষ্টি অর্জনের চেষ্টা কর।
'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর কাছে জিহাদে অংশগ্রহণ করার অনুমতি চাইলো। তখন তিনি বললেন, তোমার মাতা-পিতা কি জীবিত আছে? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাদের উভয়ের সেবার দ্বারা সন্তুষ্টি অর্জনের চেষ্টা কর।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
وعنه أيضا قال رأيت رسول الله صلى الله عليه وسلم تحت هذه الشجرة إذ أقبل رجل من هذا الشعب فسلم على رسول الله صلى الله عليه وسلم ثم قال يا رسول الله إني قد أردت الجهاد معك ابتغي بذلك وجه الله تعالى والدار الآخرة قال هل من أبويك أحد حي؟ قال نعم يا رسول الله كلاهما قال فارجع أبرر أبويك قال فولى رجعا من حيث جاء (وعنه من طريق ثان) (2) أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم يستأذنه في الجهاد فقال أحي والداك؟ قال نعم قال ففيهما فجاهد