মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং:
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
৭. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, আমি আপনার হাতে বায়'আত গ্রহণ করার জন্য এসেছি। অন্য বর্ণনায় অতিরিক্ত শব্দ এসেছে হিজরত (অর্থাৎ আমি জিহাদে অংশগ্রহণের জন্য বায়'আত গ্রহণ করতে এসেছি।) তবে আমি আমার পিতা-মাতাকে ক্রন্দনরত অবস্থায় ছেড়ে এসেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি তাদের নিকট ফিরে যাও, যেভাবে তাদেরকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছ, সেভাবে তাদের হাসির ব্যবস্থা কর। এতে সে ব্যক্তি তাঁর হাতে বায়'আত গ্রহণ করতে অস্বীকার করে।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال جئت لأبايعك (زاد في رواية أخرى (8) على الهجرة) وتركت أبوي يبكيان قال فارجع إليهما فأضحكهما كما أبكيتهما وأبى أن يبايعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান