মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১০. মু'আবীয়া ইবন জাহিমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি জিহাদে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার মা কি জীবিত আছেন? সে বললো, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তার খিদমত কর, কারণ তার পায়ের নীচেই জান্নাত, এ কথাটি তিনি বিভিন্ন স্থানে দুই বার তিন বার করে বলতেন।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن معاوية بن جاهمة قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت الغزو وجئتك أستشيرك فقال هل لك من أم؟ قال نعم فقال الزمها فإن الجنة عند قدميها (5) ثم الثانية ثم الثالثة في مقاعد شتى كمثل هذا القول